ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ফের রোহিঙ্গা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ত্রিপুরায় ফের রোহিঙ্গা ত্রিপুরায় রোহিঙ্গাদের সেই দল। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় আবারো ধরা পড়লো মিয়ানমারের রোহিঙ্গা। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পশ্চিম জেলার খয়েরপুর বাজারে ক’জন ভিনদেশিকে দেখতে পান এলাকার মানুষ। তখন তাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খয়েরপুর ফাঁড়ি থানায়। পুলিশ গিয়ে তাদের ফাঁড়িতে নিয়ে আসে। রোহিঙ্গাদের এই দলে নারী ও শিশুও রয়েছে।

খয়েরপুর ফাঁড়ি থানার ওসি সঞ্জয় দাস জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, নির্যাতন থেকে বাঁচতে কয়েক বছর আগে মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যায় তারা। তাদের কাছে জাতিসংঘের শরণার্থী পরিচয়পত্র রয়েছে।

দুই পরিবার মিলিয়ে তারা সংখ্যায় ৮ জন।   তাদের মধ্যে ২ জন নারী ও ২টি শিশু। দুই শিশু ছাড়া সবার কাছেই পরিচয়পত্র রয়েছে।

কাজের সন্ধানে তারা ত্রিপুরা এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমকে। তাদেরকে কোথায় রাখা যায় তা নিয়ে প্রশাসন ভাবছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।