ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিজেপি'র কাছে পুলিশের সময় প্রার্থনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, নভেম্বর ২৭, ২০১৭
ত্রিপুরায় বিজেপি'র কাছে পুলিশের সময় প্রার্থনা 

আগরতলা: অপহরণের চারদিন পরও চার ব্যাংক কর্মীকে উদ্ধার করতে না পারায় ত্রিপুরা প্রদেশ বিজেপি'র কাছে সময় চেয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার তৈদু এলাকার ত্রিপুরা গ্রামীন ব্যাংকের ম্যানেজারসহ চার কর্মী অপহৃত হন। তাদের ব্যবহৃত মোটরবাইক উদ্ধার করা গেলেও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

 

ব্যাংক কর্মীরা অহরণের পর আগতলা প্রদেশ বিজেপি'র পক্ষ থেকে রাজ্য সরকারের প্রতি বলা হয়, সোমবার (২৭ নভেম্বর) বিকেলের মধ্যে তাদের উদ্ধার না করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের সরকারি বাড়ি ঘেরাও করবেন।  

বিজেপি'র এই হুমিকর পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। যদিও তারা বিজেপি'র দেওয়া সময় সীমার মধ্যে অপহৃত চার ব্যাংক কর্মীর হদিস দিতে পারেনি। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজেপি নেতাদের কাছে আবেদন জানানো হয়, মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবন ঘেরাও কর্মসূচি থেকে বিরত থাকার জন্য। সেই সঙ্গে এও জানানো হয় যে পুলিশ এই ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে দেখছে।
 
পুলিশ প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে বিজেপি তাদের কর্মসূচি থেকে আপাতত সরে দাঁড়িয়েছে বলে সন্ধ্যায় জানানো হয়।  

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে একথা জানান প্রদেশ বিজেপি'র কনভেনার ডা. অশোক সিনহা।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের মহিলা নেত্রী কল্যাণী রায় ও নেতা প্রসেনজিৎ চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসসিএন/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।