ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

আগরতলা সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আগরতলা সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল প্রতিনিধিদলের সদস্যরা, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে এলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।

এই দলের নেতৃত্বে রয়েছেন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তারা দিল্লি থেকে প্লেনে করে আসেন।

প্রথমে রাজ্যে মুখ্যসচিব, রাজ্য মুখ্য নির্বাচনী কর্মকর্তাসহ আট জেলার প্রশাসক, ত্রিপুরা পুলিশের মহানির্দেশকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
 
এদিন সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা-আলাদাভাবে বৈঠক করেন।

এদিন কংগ্রেস, বিজেপি, শাসক সিপিআই (এম) দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রতিনিধিদল শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর পর্যন্ত কথা বলবেন ও সন্ধ্যা নাগাদ তারা দিল্লি ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।