ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ককবরক শিক্ষক নিয়োগের দাবিতে আগরতলায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, নভেম্বর ১০, ২০১৭
ককবরক শিক্ষক নিয়োগের দাবিতে আগরতলায় মিছিল ককবরক শিক্ষক নিয়োগের দাবিতে আগরতলায় মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের স্কুল ও কলেজে ককবরক শিক্ষক নিয়োগ করা, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে ককবরক ভাষা শিক্ষা চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জনজাতি গোষ্ঠীর শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে আগরতলার আস্তাবল ময়দানের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্লে-কার্ড হাতে এতে অংশ নেন।

 

মিছিল নিয়ে উচ্চ শিক্ষা দফতরের কার্যালয়ে যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে পুলিশ তাদের বাধা দিলে এক প্রতিনিধিদল উচ্চশিক্ষা দফতরে স্মারকলিপি জমা দেন।  

ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জনজাতি গোষ্ঠীর মূল ভাষা হলো ককবরক।  

শিক্ষার্থীদের পক্ষে দুলাল দেববর্মা অভিযোগ করে বলেন, জনজাতি গোষ্ঠীর প্রধান ভাষা ককবরক হলেও রাজ্য সরকার এ ভাষাকে অবহেলিত করে রেখেছে। স্কুল, কলেজে ককবরক শিক্ষক নিয়োগের প্রয়োজন থাকলেও নিয়োগ করা হচ্ছে না। এ পদগুলোতে দ্রুত নিয়োগ করার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসসিএন/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।