ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ফের সাংবাদিকের ওপর হামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ত্রিপুরায় ফের সাংবাদিকের ওপর হামলা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে এক সাংবাদিকের ওপর হামলা করেছে পুলিশ। এর আগে দুর্বৃত্তের হাতে খুন হওয়ার পর এবার পুলিশের হাতে আক্রান্ত হলেন কয়েকজন সাংবাদিক।  

শুক্রবার (২৭ অক্টোবর) রাজ্যের উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে আন্তঃরাজ্য বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।  

টার্মিনালে গাড়ি রাখাকে কেন্দ্র করে বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘ ও ত্রিপুরা মোটর কর্মী সমিতির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।  

স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনসহ অন্যান্য নেতারা সংঘর্ষ থামাতে ব্যর্থ হন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবদমান দুইপক্ষকে  লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।  

এ সময় সেখানকার খবর সংগ্রহকালে অয়ন ভৌমিক নামে স্থানীয় বৈদ্যুতিন পত্রিকার কর্মীসহ আরও কয়েকজন আহত হন। এর মধ্যে অয়নের শারীরিক অবস্থা গুরুতর। ধর্মনগর জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।  

বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭ 
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।