ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

আগরতলা

পূজা উপলক্ষে ত্রিপুরায় ‘পার্টি সাহিত্য কেন্দ্র’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
পূজা উপলক্ষে ত্রিপুরায় ‘পার্টি সাহিত্য কেন্দ্র’ পূজা উপলক্ষে ত্রিপুরায় ‘পার্টি সাহিত্য কেন্দ্র’/ছবি- দিব্যেন্দু দেব

আগরতলা: দুর্গাপূজার শান্তি-সম্প্রীতি-সুস্থিতি বজায় রেখে সবাই আনন্দে-উল্লাসে মেতে উঠুক- এই বার্তা ছড়িয়ে দিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) মহাসপ্তমীর তিথিতে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বাগান বাজারে সূচনা হল ‘পার্টি সাহিত্য কেন্দ্র’র। 

প্রতি বছর দুর্গাপূজায় সিপিআই(এম) দলের মতাদর্শের বই বিক্রির জন্য অস্থায়ী স্টল স্থাপন করা হয় রাজ্যের বিভিন্ন এলাকায়।

বাগান বাজারের এ বছরের স্টলের উদ্বোধন করেন সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সুধীর সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, দলের তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী প্রমুখ।

পূজা উপলক্ষে ত্রিপুরায় ‘পার্টি সাহিত্য কেন্দ্র’/ছবি- দিব্যেন্দু দেবসিপিআই(এম) বাগান বাজার অঞ্চল এলাকার নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে প্রায় ৭ হাজার ৮৭ রুপির বই বিক্রি হয় স্টল উদ্বোধনের সঙ্গে সঙ্গে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।