ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার খোয়াইয়ে বজ্রপাতে ক্ষয়ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, মে ১৯, ২০১৭
ত্রিপুরার খোয়াইয়ে বজ্রপাতে ক্ষয়ক্ষতি ত্রিপুরার খোয়াইয়ে বজ্রপাতে গরুর মৃত্যু

আগরতলা: বজ্রপাতে ত্রিপুরার খোয়াই জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৯ মে) সকালে জেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামপঞ্চায়েতের রতিয়া গ্রামে গবাদিপশুর মৃত্যুসহ পুড়ে গেছে গাছপালা ও বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ ।

তাছাড়া সুরশক্তি ধর (৫৭) নামে এক নারী আহত হয়েছেন।

তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বজ্রপাতের জেরে এলাকায় টেলিপরিসেবাও বিচ্ছিন্ন। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় লাখ রুপির বেশি বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।