ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

হাওড়া নদী ভাঙনরোধ কাজ পরিদর্শন করলেন পবিত্র কর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, মে ১৫, ২০১৭
হাওড়া নদী ভাঙনরোধ কাজ পরিদর্শন করলেন পবিত্র কর নদী ভাঙনরোধ কাজ পরিদর্শন করলেন পবিত্র কর

আগরতলা: হাওড়া নদী ভাঙন রোধে কাজ পরিদর্শন করলেন ত্রিপুর বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

সোমবার(১৫ মে) সরেজমিনে ভাঙনরোধ কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- আগরতলা পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের পুরপরিষদ গীতা দেব লোধ।

 

প্রতিবছর বর্ষায় খরস্রোতা হাওড়ার গর্ভে বিলীন হয় অসংখ্যা বাড়িঘর। গতবছরের বন্যায় এবছরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খয়েরপুর এলাকার হাওড়া নদীর পাড়ের বাসিন্দরা। নদীর পানীর স্রোতে ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ী। রাজ্য সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্যও দিয়েছে।

পবিত্র কর সংবাদ মাধ্যমকে জানান,  এবছর বর্ষাকালে যাতে নদীপাড়ের বাসিন্দাদের কোনো সমস্যা না হয় তার জন্য খুব দ্রততার সঙ্গে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে যাতে কাজ করা হয় এই নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসসিএন/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।