ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

এসএফআই’র ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসএফআই’র ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশ এসএফআই’র ত্রিপুরা রাজ্য সম্মেলন

আগরতলা: বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন ‘ভারতের ছাত্র ফেডারেশন’র (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটির ১৯তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এ বছর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের দক্ষিণ জেলার বিলোনিয়া শহরে।

সোমবার (১৫ মে) সম্মেলনের প্রথম দিন বিলোনিয়ার কে বি আই মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী সম্মেলন চলবে আগামী ১৭ মে (বুধবার) পর্যন্ত।

সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরি, দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, এস এফ আই’র সাধারণ সম্পাদক বিক্রম সিং, সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব প্রমুখ।

সমাবেশে বক্তব্যে মোদী সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয়। সীতারাম ইয়েচ্যুরির পাশাপাশি প্রায় সবাই বলেন, বর্তমান সরকার সমাজের গরির ও খেটে খাওয়া মানুষের স্বার্থের পরিপন্থী।  

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, নানা সমস্যার মধ্যে রাজ্য সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বেকারদের কর্মসংস্থানের জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

ভারত সরকার গৃহীত মহাত্মাগান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পে কর্মদিবস কমিয়ে দেওয়ারও বিরোধিতা করেন বক্তারা।

সমাবেশ ও সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।