ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

জিএসটি বিল নিয়ে আগরতলায় কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
জিএসটি বিল নিয়ে আগরতলায় কর্মশালা জিএসটি বিল নিয়ে আগরতলায় কর্মশালা

আগরতলার প্রজ্ঞাভবনে পণ্য পরিষেবা কর (জিএসটি) নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১২ মে) জিএসটি বিলের বিষয়ে বিধানসভার সদস্যদের (এমএলএ) অবগত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ, অর্থ দফতরের প্রধান সচিব এম নাগা রাজুসহ রাজ্যের প্রায় সব এমএলএ’রা।

এ সময় তাদেরকে বিলের বিষয়ে বিস্তারিত জানাতে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিনিধিরা।

এদিকে ত্রিপুরা বিধানসভার সচিব বামদেব মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ১ জুলাই থেকে ভারতজুড়ে চালু হচ্ছে পণ্য পরিষেবা কর (জিএসটি)। এরইমধ্যে বিলটি ভারতের সংসদে পাস হয়েছে। এখন ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভায় এ‍ বিল পাস হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় আগামী ২৩ মে (মঙ্গলবার) স্থানীয় সময় ১১টায় বিধানসভা ভবনে একাদশতম ত্রিপুরা বিধানসভার চতুর্দশতম অধিবেশন (জরুরি অধিবেশন) আহ্বান করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।