ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

বলিউডের হিন্দি চলচ্চিত্রে আগরতলার শিশু শিল্পী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মে ৯, ২০১৭
বলিউডের হিন্দি চলচ্চিত্রে আগরতলার শিশু শিল্পী অংশুমান নন্দী/ছবি:সংগৃহিত

আগরতলা: মাত্র ৪ বছর বয়সে ড্রামবাদক। ৯ বছর বয়সে বলিউডের হিন্দি চলচ্চিত্রে ‘হিন্দি মিডিয়াম’ অভিনয় করলো ত্রিপুরার শিশু-শিল্পী অংশুমান নন্দী। অংশুমান আগরতলার প্রতাপগড় এলাকার বিশ্বজীৎ নন্দীর ছেলে।

সোমবার (০৮ মে) বাংলানিউজকে অংশুমানের বাবা বিশ্বজীৎ নন্দী জানান, আগামী ১৯ মে সারা ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমাটি মুক্তি পাবে।

এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন- বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান, সাবা কামা, অমৃতা সিং, নেহা ধুপিয়া, সঞ্জয় সুরি প্রমুখ।

ছবিতে অংশুমানের নাম মোহন। সমাজের গরিব ঘরের শিশুরা শহরের নামি স্কুলে ভর্তি হতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয় এ বিষয় নিয়ে পরিচালক সকেত চৌধুরী নির্মিত করেছেন ছবিটি।

আগরতলার শিশু বলিউডে অভিনয়ের খবরে খুশি রাজ্যবাসী জানিয়ে বিশ্বজীৎ নন্দী বলেন গল্পের বাকি অংশ দেখতে হলে পেক্ষাগৃহে যেতে হবে।

এছাড়া অংশুমান ভালো ড্রামবাদক। মাত্র ৪ বছর বয়সে ড্রাম বাজিয়ে কালার্স টিভির জনপ্রিয় শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ছিলো।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসসিএন/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।