ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আগরতলা

অমিত শাহ’র বক্তব্যের নিন্দা জানালো ত্রিপুরা সিপিআই (এম)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
অমিত শাহ’র বক্তব্যের নিন্দা জানালো ত্রিপুরা সিপিআই (এম) সংবাদ সম্মেলনে সিপিআই (এম) রাজ্য কমিটির মুখ্যপাত্র গৌতম দাস। ছবি: বাংলানিউজ

আগরতলা: বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দু’দিনের ত্রিপুরা সফরে এসে মিথ্যাচার করে গেছেন বলে অভিযোগ করেছে সিপিআই (এম) এর ত্রিপুরা রাজ্য কমিটি।

সোমবার (০৮ মে) দুপুরে আগরতলার মেলার মাঠ এলাকায় ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিপিআই (এম) রাজ্য কমিটির মুখ্যপাত্র গৌতম দাস এ অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে অমিত শাহের প্রতিটি অভিযোগের জবাব দেন তিনি।

তিনি বলেন, মাথাপিছু আয়ে উত্তরপূর্ব ভারতে ত্রিপুরা শীর্ষে, স্বাক্ষরতায় দেশের মধ্যে প্রথম। গ্রাম উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্থায় ত্রিপুরা এখন অনেক এগিয়ে রয়েছে।
 
সেইসঙ্গে গৌতম দাস ২০১৪ সালে ভারতের শাসন ক্ষমতায় আসার আগে বিজেপি দল প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দুই কোটি লোকের চাকরি হবে, কিন্তু ক্ষমতায় আসার পর উল্টে সরকারি পদ বিলুপ্ত করছে বলে অভিযোগ করেন।

বিজেপি'র প্রতিশ্রুতি ও কাজে মিল নেই বলেও মন্তব্য করেন গৌতম দাস।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসসিএন/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।