ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

বিজেপি সরকারের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্কে উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৬, ২০১৭
বিজেপি সরকারের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্কে উন্নতি সাংবাদিকদের মুখোমুখি অমিত শাহ- ছবি- বাংলানিউজ

আগরতলা: নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

দু’দিনের ত্রিপুরা সফরে এসে শনিবার (০৬ মে) স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আগরতলা ও বাংলাদেশের মধ্যে সরাসরি রেলপথ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, ভারত সরকারের ক্ষমতায় বিজেপি আসার পর ত্রিপুরা রাজ্যের ব্যাপক উন্নতি হয়েছে। বিমান বন্দরকে আন্তর্জাতিকমানের করার জন্য একশ’ কোটি রুপি অনুমোদন দেওয়া হয়েছে। আগরতলাকে স্মার্টসিটি করার জন্য পাঁচশ’ কোটি রুপিসহ আরও অনেক প্রকল্প মঞ্জুর করা হয়েছে।

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১২টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে আগরতলা পৌঁছান অমিত শাহ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।