ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আগরতলা

দু’দিনের সফরে আগরতলা যাচ্ছেন অমিত শাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, মে ৫, ২০১৭
দু’দিনের সফরে আগরতলা যাচ্ছেন অমিত শাহ সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দু’দিনের সফরে শনিবার (৬ মে) ত্রিপুরা যাচ্ছেন। 

শুক্রবার (৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব এ তথ্য জানান।  

শনিবার প্লেনে করে আগরতলা পৌঁছাবেন তিনি।

 এরপর স্টেট গেস্ট হাউসে দলের রাজ্যস্তরের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তার। বৈঠকের মধ্যে তিনি সংবাদ সম্মেলন করবেন।  

রোববার (৭ মে) হেলিকপ্টারে করে ঊনকোটি জেলার কুমারঘাট যাবেন তিনি। সেখানে পূর্ত দফতরের মাঠে জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
 
আগরতলায় ফিরে দলের নেতাদের নিয়ে বৈঠক শেষে রোববার রাতের প্লেনে দিল্লি ফিরবেন তিনি।  

বিপ্লব কুমার জানান, অমিতের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের অনেকেই সফরসঙ্গী হবেন।

অমিতের রাজ্য সফরকে কেন্দ্র করে দলের পতাকা ও ফেস্টুনে আগরতলা ও কুমারঘাটকে সাজিয়ে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসসিএন/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।