ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় বার্ষিক গণিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আগরতলায় বার্ষিক গণিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আগরতলায় বার্ষিক গণিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত বার্ষিক গণিত প্রতিযোগিতায় ২শ’ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভায় অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এন আই টি আগরতলা'র ডিরেক্টর অধ্যাপক গোপাল মোগরাইয়া, পশ্চিম জেলার বিবেকনগর এলাকার রামকৃষ্ণ মিশনের আই টি আই'র অধ্যক্ষ স্বামী আত্মা বিকাশানন্দজী মহারাজ, ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের সহ সচিব ড. এম এল রায়, আগরতলা মহিলা কলেজের অধ্যক্ষ মনিদীপা দেববর্মা প্রমুখ।

এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।