ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় যৌন নিপীড়কের শাস্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ত্রিপুরায় যৌন নিপীড়কের শাস্তির দাবিতে বিক্ষোভ ত্রিপুরায় যৌন নিপীড়কের শাস্তির দাবিতে বিক্ষোভ

আগরতলা: ত্রিপুরার উত্তর জেলার জেলা সদর ধর্মনগরের এক নাবালক স্কুল ছাত্রকে তার স্কুলেরই শিক্ষকের যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিজেপি দল।

বুধবার (২৬ এপ্রিল) সরকারের অনুদানপ্রাপ্ত একটি স্কুলের শিক্ষক পান্না সাহা বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সন্ধ্যায় শহরে এক বিক্ষোভ মিছিল করে বিজেপি'র ধর্মনগর মন্ডল কমিটি।

পদ্মপুর এলাকার দলের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, সদস্যা মিত্রা সরকার, মন্ডল সদস্য রথীন্দ্র নাথ, দলের স্থানীয় নেতারাসহ কর্মী-সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসসিএন/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad