ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার, মৃত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৮, এপ্রিল ২৪, ২০১৭
ত্রিপুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার, মৃত ১ ত্রিপুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার-ছবি-বাংলানিউজ

আগরতলা: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ে ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতে মারা গেছেন একজন। 

রোববার (২৩ এপ্রিল) রাত থেকে ঝড়ে সোনামুড়া মহকুমার মতিনগর, বাতাধোলাসহ অনেক এলাকায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে এসব এলাকার ৭০টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বজ্রপাতে সোনামুড়া মহকুমার বক্সনগর এলাকায় কল্পনা দাস নামে এর নারীর ম‍ৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন তার পরিবারকে ৫ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।  

এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন মহকুমা শাসক (এসডিএম) সুমিত লোধ।  

ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসসিএন/আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।