ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় জমিয়ত উলামায়ে হিন্দ এর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আগরতলায় জমিয়ত উলামায়ে হিন্দ এর সংবাদ সম্মেলন পাঁচ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ এর সংবাদ সম্মেলন

আগরতলা: পাঁচ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ এর আয়োজনে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে আগরতলার গেদু মিঞার মসজিদে এ সংবাদ সম্মেলন করা হয়।

দাবিগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো- চাকরিচ্যুত ১০ হাজার ৩শ’ ২৩ জন শিক্ষককে ত্রিপুরা সরকার কতৃক কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন মানুষের ব্যবসা ও খাদ্যাভাসের উপর অনধিকার হস্তক্ষেপের বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রাখা, বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা।

এ সময় ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ এর মুফতি তৈয়ীবুর রহমান পাঁচদফা দাবির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

দাবিগুলো বিষয়ে সংগঠনের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সহিদ চৌধুরীর কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে বলেও জানান তৈয়ীবুর রহমান।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad