ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

বিভিন্ন ইস্যুতে আগরতলায় বিজেপি যুব মোর্চার গণধর্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিভিন্ন ইস্যুতে আগরতলায় বিজেপি যুব মোর্চার গণধর্না বিভিন্ন ইস্যুতে আগরতলায় বিজেপি যুব মোর্চার গণধর্না

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩জন শিক্ষকের চাকরিচ্যুতি ইস্যুতে রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১১ এপ্রিল) আগরতলায় গণধর্না কর্মসূচি পালন করছে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র যুব মোর্চা।

রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, নারী নির্যাতন রোধ থেকে কর্মসংস্থান, দুর্নীতি দমনে ব্যর্থ ত্রিপুরার বর্তমান সরকার। তাই তাদের কোনো নৈতিক দায়িত্ব নেই ক্ষমতায় থাকার।

মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের পদত্যাগ না করা পর্যন্ত বিজেপি’র আন্দোলন জারি থাকবে বলেও জানান তিনি।

গণধর্নায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা দলের নেতা ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।