ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, মার্চ ২৮, ২০১৭
ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ  বিজেপি’র মহিলা মুর্চা’র ধর্মনগর মণ্ডল কমিটির প্রতিবাদ

আগরতলা: ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের নাবালিকা বীনা দেবের মৃত্যুকে কেন্দ্র করে ত্রিপুরাজুড়ে এখন উত্তাল পরিস্থিতি। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় চলছে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার মূল অভিযুক্ত রজত তাঁতির ফাঁসির দাবিতে মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ধর্মনগরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করছে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মহিলা মুর্চা’র ধর্মনগর মণ্ডল কমিটি।

কমিটির সদস্যরা প্রথমে মুখে কালো কাপড় বেঁধে, হাতে মোমবাতি জ্বালিয়ে ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে তারা সকলে সেন্ট্রাল রোডের নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতির পাদদেশে এসে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন।

বিজেপি’র মহিলা মুর্চা’র ধর্মনগর মণ্ডল কমিটির তরফে জানানো হয়, আগামী দিনেও এই ইস্যুতে তাদের বিক্ষোভ জারি থাকবে।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসসিএন/এসএনএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।