ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় সংঘর্ষে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ত্রিপুরায় সংঘর্ষে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা ত্রিপুরায় সংঘর্ষে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার চিতাবাড়ী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে বিজেপি।

শুক্রবার (২৪ মার্চ) আগরতলার কৃষ্ণনগরে ত্রিপুরা প্রদেশ বিজেপি'র দলীয় অফিসে ওই পরিবারের সদস্যদের চেক তুলে দেন দলটির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ও সহ-সভাপতি সুবল কুমার ভৌমিক।

নিহত তিনজন জনের পরিবারকে ৫০ হাজার রুপি ও আহত ২ জনের পরিবারকে ২০ হাজার রুপির চেক দেওয়া হয়।

এ সময় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৭ মার্চ চিতাবাড়ী এলাকায় ত্রিপুরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়।

নিহতরা হলেন- সুরলক্ষ্মী (২৯), মিন কুমার (৩৫) ও কুমার (৩০)। ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় প্রতিবাদে শনিবার (১৮ মার্চ) আধাবেলা সাব্রুম শহরে হরতালেরও ডাক দেন সিপিআই (এম) দল।

বাংলাদেশ সময়: ১৮৫১ মার্চ ২৩, ২০১৭
এসসিএন/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।