ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা হাইকোর্ট প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ত্রিপুরা হাইকোর্ট প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি রঞ্জন গগৈ

আগরতলা: ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানিকভাবে বোতাম টিপে উদ্বোধন করেন ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি রঞ্জন গগৈ।

শনিবার (১৮ মার্চ) ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় হাইকোর্ট চত্বরে এক অনুষ্ঠানের মধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের আইন দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইফেই প্রমুখ।

ত্রিপুরা হাইকোর্টের কাজকর্মের ভূয়শী প্রশংশা করে বিচারপতি রঞ্জন গগৈ বলেন, অতি অল্প সময়ে এ হাইকোর্ট প্রচুর গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। নতুন এ ভবনটি হলে হাইকোর্টে কাজের আরও অনেক গতিশীলতা আসবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসসিএন/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।