ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

হোলির আনন্দে মাতলেন বিএসএফ-বিজিবি সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
হোলির আনন্দে মাতলেন বিএসএফ-বিজিবি সদস্যরা হোলির আনন্দে মাতলেন বিএসএফ-বিজিবি সদস্যরা

আগরতলা: হোলির আনন্দে সামিল হলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
 
 

রোববার (১২ মার্চ) দুপুরে আখাউড়া সুসংহত স্থল বন্দরের (আইসিপি) বিএসএফ ও বিজিবি বাহিনীর সদস্যরা হোলির আনন্দে মেতে ওঠেন। এ সময় পরস্পর পরস্পরকে আবীর দিয়ে রাঙিয়ে তোলেন।


 
এভাবে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রীতি বিনিময় করলে কাজের সুবিধা হয় বলে মত দুই দেশের বাহিনীর।  

হোলির পাশাপাশি বিজয়া দশমী, দিওয়ালি, ঈদ প্রভৃতি অনুষ্ঠানে আখাউড়া সীমান্তে বিএসএফ ও বিজিবি সৌজন্য বিনিময় করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।