ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার খোয়াই জেলায় কৃষি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ত্রিপুরার খোয়াই জেলায় কৃষি মেলা শুরু অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুরে দু’দিনব্যাপী কৃষি মেলা, সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা।

এ সময় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি সাইনী সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, রাজ্যকে কৃষিতে স্বনির্ভর করতে রাজ্য সরকার কাজ করছে। ধীরে ধীরে এর ফলও পাওয়া যাচ্ছে।

প্রদর্শনীতে স্থানীয় এলাকার কৃষকরা তাদের ফসল নিয়ে প্রতিযোগিতায় হাজির হন। এদের মধ্যে থেকে চাষিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসসিএন/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।