ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ত্রিপুরায় স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ ত্রিপুরায় স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ/ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিরতণ করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পশ্চিম জেলার শিক্ষা দফতর অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুরনিগমের কাউন্সিলার সীমা দত্ত গুপ্ত, প্রাথমিক শিক্ষা দফতরের কর্মকর্তা ইউ কে চাকমা, উচ্চশিক্ষা দফতরের কর্মকর্তা এমকে নাথ প্রমুখ।

মন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষার প্রসারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাই এর জন্য সবধরনের চেষ্টা চালায়।  এদিন জেলার বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণির বিভিন্ন স্কুলের মোট তিন হাজার চারশো’ ৪৯জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়।

মন্ত্রীসহ উপস্থিত অন্য অতিথিরা ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসসিএন/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।