ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় স্বামী বিবেকানন্দ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ত্রিপুরায় স্বামী বিবেকানন্দ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার স্বামী বিবেকানন্দ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

আগরতলা: ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্ট্রির সহায়তায় ‘স্বামী বিবেকানন্দ ও ভারতের বিশ্ব ভ্রাতৃত্ববোধের ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।
 

শনিবার (১১ ফেব্রুয়ারি) ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- আগরতলার বিবেকনগরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী হিতোকামানন্দজী মহারাজ, বাংলাদেশের চাঁদপুরের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্থিরত্ম্নন্দজী মহারাজ, পশ্চিমবঙ্গের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রিয়নন্দজী, মোহনপুর পরিষদের পুরপিতা সুভাষ চন্দ্র দেবনাথ, কলেজের অধ্যক্ষ ড. নির্মল ভদ্র প্রমুখ।

সেমিনারে ত্রিপুরাসহ দেশের বিভিন্ন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ স্বামী বিবেকানন্দ কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

উপস্থিত বক্তারা স্বামী বিবেকানন্দের জীবনের আদর্শ, কর্ম ও বিশ্ব ভ্রতৃত্ববোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সেমিনারের দ্বিতীয় ও শেষ দিন। এদিন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি ও তাদের আলোচনায় সেমিনারের সমাপ্তি হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসসিএন/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।