ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

ভারতজুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ভারতজুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস ত্রিপুরা রাজ্যের স্কুল বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতজুড়ে জাতীয় কৃমিনাশক দিবস কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন সারাদেশের ১ থেকে ১৯ বছর বয়সী সব শিশু-কিশোরদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ত্রিপুরা রাজ্যের প্রতিটি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে এই কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হচ্ছে।

ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহায়তায় এ কর্মসূচি পালিত হচ্ছে।

কৃমির কারণে শিশুর অপুষ্টি, রক্তাল্পতাসহ মস্তিস্কের সম্পূর্ণ বিকাশ ঘটে না, ‍যার রোধ করতেই কেন্দ্রের এই উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসসিএন/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।