ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

রাজপণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মার ১১৮তম জন্মজয়ন্তী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
রাজপণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মার ১১৮তম জন্মজয়ন্তী পালিত আগরতলায় পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট দার্শনিক, ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের রাজসভার পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সাবেক মন্ত্রী ড. ব্রজগোপাল রায়, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলার ফুলন ভট্টাচার্য, প্রাবন্ধিক সুবিমল রায়, সুরকার সুবিমল ভট্টাচার্য, সাহিত্যিক অগ্নি কুমার আচার্য ও পন্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক তথা আরশি কথা পত্রিকার সম্পাদক শান্তনু শর্মা প্রমুখ।

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে শান্তনু শর্মা বলেন আমরা হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছি, আপনাদের সহযোগিতা নিয়ে অনেকদূর এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে এ বছরের পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতি সম্মাননা বিশিষ্ট শিশু চিকিৎসক বিকাশ রায়, রাজ্যের বিশিষ্ট গুণিজন শ্রী দুলাল রায় চৌধুরী, আগরতলার নীলাজ্যোতি সেবাশ্রমের কৃতী ছাত্র শিবশঙ্কর দে এবং চিত্রশিল্পী চিরঞ্জিৎ ধরকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার জীবনের নানা দিক ও বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।