ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় কৃষকদের মধ্যে ভর্তুকিতে ট্রাক্টর বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ত্রিপুরায় কৃষকদের মধ্যে ভর্তুকিতে ট্রাক্টর বিতরণ কৃষকদের মাঝে ট্রাক্টর বিতরণ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের শান্তিরবাজার মহকুমার বগাফা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ভর্তুকিতে ট্রাক্টর বিতরণ করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) এক ‍অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে এ ট্রাক্টর তোলে দেওয়া হয়।

ট্রাক্টর বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হিমাংশু রায়, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শঙ্কর মজুমদার, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাসসহ কৃষি দফতরের কর্মকর্তারা।

এদিন মহকুমার বিভিন্ন এলাকার মোট চব্বিশ জন কৃষকের মধ্যে এই ট্রাক্টর বিতরণ করা হয়।

ট্রাক্টর বিতরণের জন্য ত্রিপুরা সরকারের কৃষি দফতর প্রতিটিতে ৭৫ হাজার রুপি করে ভর্তুকি দিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা কৃষকদের নিজেদের জমির পাশপাশি অন্যদের জমিও চাষে সহযোগিতার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসসিএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।