ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা রাজ্যজুড়ে ৬৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ত্রিপুরা রাজ্যজুড়ে ৬৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি

আগরতলা: আগামী ২৬ জানুয়ারি ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস। দিনটিকে ঘিরে এখন সারাদেশে জোর প্রস্তুতি চলছে। এর বাইরে নয় ত্রিপুরা রাজ্যও, এখানে প্রতিদিন চলছে নানা প্রস্তুতি।

প্রজাতন্ত্র দিবসে আগরতলার আসাম রাইফেলস ময়দানে রাজ্যের মূল অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশ নেবেন পুলিশ বাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর জওয়ানসহ বেসামরিক বাহিনীর ক্যাডেটরা।

এদিকে, পাড়ায় পাড়ায় চলছে জাতীয় পতাকা তৈরি ও বিকিকিনি।

রঙ করা হচ্ছে শহরের বড় বড় স্থাপনাগুলোতেও।

অন্যদিকে, আগামী ২৩ জানুয়ারি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী বীর সেনা নেতাজি সুভাষ চন্দ্র বসু’র জন্মদিন। নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এখন আগরতলার বিভিন্ন এলাকার বইয়ের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মূলত বিভিন্ন আকারের জাতীয় পতাকা কেনার জন্য ভিড়।

সব মিলিয়ে এখন ত্রিপুরা রাজ্যের প্রজাতন্ত্র দিবস ও নেতাজির জন্ম দিবসকে সামনে রেখে প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।