ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন আগরতলার মঠচৌমুহনী এলাকার ব্যবসায়ী হিমাংশু ঘোষ

আগরতলা: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আগরতলার মঠচৌমুহনী এলাকার ব্যবসায়ী হিমাংশু ঘোষ।

ত্রিপুরা রাজ্যের রাজধানীর ফুটপাতের বাসিন্দাদের শীতের হাত থেকে বাঁচাতে শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে তিনি এ কম্বল বিতরণ করেন।

হিমাংশু ঘোষ বলেন, শীতের দাপটে জবুথবু অবস্থা ছেলে-বুড়ো সকলের।

শীতের কামড় থেকে বাঁচতে এখন মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছেন না। এ অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফুটপাতের মানুষ।

আগামী দিনে আরও বেশি সংখ্যক শীতার্ত মানুষকে সাহায্যের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

তীব্র শীতে কম্বল পেয়ে খুশি সহায় সম্বলহীন মানুষগুলোও।

ত্রিপুরা রাজ্যজুড়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের দাপটে আগরতলার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসসিএন/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।