ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

বিজেপি’র সাবেক সভাপতি সুধীন্দ্র দাসগুপ্ত আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিজেপি’র সাবেক সভাপতি সুধীন্দ্র দাসগুপ্ত আর নেই প্রয়াত বিজেপি’র সাবেক সভাপতি সুধীন্দ্র দাসগুপ্তকে দেখতে তার বাসভবনে দলের নেতা-কর্মীরা

আগরতলা: প্রয়াত হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাবেক সভাপতি সুধীন্দ্র দাসগুপ্ত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১০টার দিকে তার কলেজ টিলা এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গিয়েছেন।

খবর পেয়ে বিজেপি’র বর্তমান সভাপতি বিপ্লব কুমার দেব, দলের রাজ্য শাখার অবজারভার সুনীল দেওধরসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা তার বাসভবনে দেখতে ছুটে আসেন।

এ সময় সাবেক নেতার প্রয়াণের কারণে দলের তরফে পূর্বঘোষিত এদিনের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসসিএন/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।