ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় খুন হওয়া বিজেপি কর্মীর পরিবারকে সাহায্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ত্রিপুরায় খুন হওয়া বিজেপি কর্মীর পরিবারকে সাহায্য

আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপি’র জনজাতি মোর্চার প্রতিনিধি তথা এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি চান মোহন ত্রিপুরার পরিবারকে দলের পক্ষে ২ লাখ রুপি সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি দৃষ্কৃতিকারীদের হাতে তিনি খুন হন। 

বুধবার (১১ জানুয়ারি) ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেবসহ কয়েকজন রাজ্যের ধলাই জেলার অন্তর্গত গণ্ডাছড়া এলাকার যান ও সেখানে দলের পক্ষে সভার আয়োজন করা হয়।  

সভায় বিপ্লব কুমার দেব মৃত চান মোহন ত্রিপুরা’র পরিবারের সদস্যদের ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, মৃতের পরিবারের এক সদস্যকে ভারত সরকারের অধীন যেকোনো মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হবে।

এ সময় দলের ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষক সুনীল দেওধর, সহ সভাপতি রাম প্রসাদ পাল, দলের জনজাতি মোর্চার সভাপতি সঞ্জয় জমাতিয়া উপস্থিত ছিলেন।

সভায় দেড়শ’ পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করে।  

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭ 
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।