ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

ভারত-বাংলাদেশ সীমান্তে ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ভারত-বাংলাদেশ সীমান্তে ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণ কৈলাসহরে ভারত-বাংলাদেশ সীমান্ত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে ভারত-বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মনিষ সাহা।

রোববার (০৮ জানুয়ারি) বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।

মনিষ সাহা জানান, অত্যাধুনিক এ সেন্টারটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৭৫ লাখ রুপি।

এছাড়া ত্রিপুরা সরকারের শিল্প-বাণিজ্য দফতর ৮ দশমিক ৭৩ একর জমি চিহ্নিত করেছে সেন্টারটি নির্মাণের জন্য।

শিল্প দফতর, ব্যাংক, যাত্রী বিশ্রামাগার, ওয়েব্রিজসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চৌকি প্রভৃতি থাকবে ওই সেন্টারটিতে।

আগামী ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সেন্টারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এসময় ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, ঊনকোটি জেলার জেলা শাসক পি আর ভট্টাচার্যসহ কৈলাসর পুর পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে রাজ্যের আখাউড়া সীমান্ত ও সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর সীমান্তে অত্যাধুনিক এ সেন্টার নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসসিএন/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।