ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, ডিসেম্বর ১৮, ২০১৬
ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর শাখা কমিটির তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর শাখা কমিটির তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন করেন সিআইটিইউ’র তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী।

পরে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন একে সি পি আই (এম) দলের তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার, সিআইটিইউ’র রাজ্য কমিটির সদস্য মানিক চন্দ, সিআইটিইউ’র সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ দেব, বাবুল বনিক প্রমুখ।

পশ্চিম ঘিলাতলীর দাউছড়া কমিউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বাগান বাজার, ঘিলাতলী, পূর্ব কুঞ্জবন, তুতাবাড়ি, আর এস পাড়া, কমলনগর, দ্বারিকাপুর থেকে মোট ২১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।