ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

সম্মেলনে যোগ দিতে ত্রিপুরার প্রতিনিধি দল বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সম্মেলনে যোগ দিতে ত্রিপুরার প্রতিনিধি দল বাংলাদেশে

দু’দিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মিলনী’র পঞ্চম সম্মেলনে যোগ দিতে বুধবার (৩০ ডিসেম্বর) আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে ত্রিপুরা রাজ্যের একটি প্রতিনিধি দল। 

আগরতলা: দু’দিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মিলনী’র পঞ্চম সম্মেলনে যোগ দিতে বুধবার (৩০ ডিসেম্বর) আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে ত্রিপুরা রাজ্যের একটি প্রতিনিধি দল।  

আগামী বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে এ সম্মেলন।

প্রতিনিধি দলকে স্বাগত জানাতে সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন সম্মিলনী’র বাংলাদেশের প্রতিনিধি দল।
 
ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি দলকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা সম্মিলনীর সদস্য পবিত্র কর। তিনি সংবাদমাধ্যমকে জানান, ব্রাহ্মণবাড়ীয়া এলাকার কালিকচ্ছ গ্রাম ভারতের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা নিয়েছিলো।  

এ গ্রামের ঐতিহ্য ধরে রাখতে প্রতিষ্ঠা করা হয় ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মিলনী। ত্রিপুরা ও বাংলাদেশে বিভিন্ন সময় সম্মেলনের আয়োজন করা হয়।  

বিশেষ কাজের জন্য তিনি এদিন বাংলাদেশ যেতে পারেন নি। তবে সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বাংলাদেশ যাবেন বলেও জানান।  

বাংলাদেশ সময়:  ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।