ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশ হাই-কমিশনের উদ্যোগে বাউল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বাংলাদেশ হাই-কমিশনের উদ্যোগে বাউল উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশনের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজ্য রাজধানীর রবীন্দ্র...

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশনের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রাজ্য রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোববার (২৭ নভেম্বর) এই অনুষ্ঠান হয়েছে।

ত্রিপুরার নববোধন শিল্পীগোষ্ঠীর ফিউশন নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর রাজ্যের লোক সংগীত শিল্পী পাপড়ি দাস পরিবেশন করেন কয়েকটি গান। পরে বাংলাদেশের কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা পরিবেশন করেন লোক গান।

বাংলাদেশের শিল্পী মোহম্মদ টুটুল, শিরীন আক্তার, আব্দুল বারিক (বারিক পাগল), নূর এ ইয়াসমিন, আকলিমা পারভিন একে একে লালনের মরমী গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া, যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেনসহ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অন্য কর্মীরা।

টানা চার ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান, গোটা সময়টাই দর্শকরা পুরো মাত্রায় উপভোগ করেন। দর্শকদের দাবি, কমিশনের পক্ষ থেকে এই ধরনের সুবিশাল আয়োজন আরও যেন করা হয়; এতে বাংলাদেশের সঙ্গে বাড়বে ত্রিপুরার সাংস্কৃতিক যোগাযোগ।

 বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।