ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বৃষ্টিতে ফসলের ক্ষতি ৮০ কোটি রুপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ত্রিপুরায় বৃষ্টিতে ফসলের ক্ষতি ৮০ কোটি রুপি

ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে ত্রিপুরায় বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাজ্যের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাজ্য সরকারের কৃষি দফতর মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ শেষে জমা দেয়া রিপোর্টে এ তথ্য জানা যায়।

আগরতলা: ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে ত্রিপুরায় বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাজ্যের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) রাজ্য সরকারের কৃষি দফতর মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ শেষে জমা দেয়া রিপোর্টে এ তথ্য জানা যায়।

রিপোর্টে উল্লেখ করা হয়, বৃষ্টির পানি জমিতে আটকে থাকায় নয় হাজার ৮শ’ ৮৪ হেক্টর এলাকার ফসলের ক্ষতি হয়েছে।

ক্ষতি হওয়া ফসলের মধ্যে রয়েছে- ধান, বিভিন্ন ধরনের ডাল, পানের বরজসহ শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি।

সব মিলিয়ে প্রায় ৮০ কোটি রুপি’র ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কম বেশি রাজ্যের আটটি জেলাতেই ফসলের ক্ষতি হয়েছে।

তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিপাহিজলা, খোয়াই, গোমতী জেলাসহ পশ্চিম জেলা ও উত্তর জেলা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসসিএন/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।