ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সাড়ে ৩ লাখ রুপি’র মাদক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ত্রিপুরায় সাড়ে ৩ লাখ রুপি’র মাদক জব্দ

ত্রিপুরায় আবগারি দফতরের কর্মচারীদের অভিযানে প্রায় সাড়ে তিন লাখ রুপি’র মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আগরতলা: ত্রিপুরায় আবগারি দফতরের কর্মচারীদের অভিযানে প্রায় সাড়ে তিন লাখ রুপি’র মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ঊনকোটি জেলার কৈলাসহরের বিলাসপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।


 
অভিযানে সরকারি কর্মচারীরা ওই ঘর থেকে ২শ’ ৯৬ বোতল মদ জব্দ করেন-যার বাজার মূল্য তিন লাখ ২১ হাজার রুপি।

জব্দকৃত মদের বোতল স্থানীয় কৈলাসহর থানায় জমা দেন আবগারি দফতরের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসসিএন/এসআরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।