ঢাকা, বুধবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩১ মে ২০২৩, ১১ জিলকদ ১৪৪৪

আগরতলা

আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপিত

আগরতলা(ত্রিপুরা): বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে রোববার (২৬ মার্চ) ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতেও উদযাপন হলো মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

মূলত দুই পর্বে হয় অনুষ্ঠান।
প্রথম পর্বে, এদিন সকালে দূতাবাস প্রাঙ্গণে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

তারপর জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সবাই। জাতির পিতা, তার পরিবারের শাহাদতবরনকারী সদস্যদের ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এই দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়।

এদিনের এই কর্মসূচিতে সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমিনসহ অন্যান্যরা।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি সন্ধ্যার পর রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয়। এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দফতর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রাণি সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাশু দাস, জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, প্লানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান ডা. অশোক সিনহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে আত্মিক সম্পর্ক আরও মধুর করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন।  

বাংলাদেশের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। ত্রিপুরা এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথিদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, মার্চ, ২০২৩
এসসিএন/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa