ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

চাকরির নিশ্চয়তার দাবিতে সরকারের কাছে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
চাকরির নিশ্চয়তার দাবিতে সরকারের কাছে আবেদন

আগরতলা (ত্রিপুরা): নিজেদের চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।  

বুধবার (৭ ডিসেম্বর) এই দাবি-দাবার বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন অ্যাসোসিয়েশন সদস্যরা।

এ সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম তাদের দাবি-দাবার বিষয়টির বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং সেই সঙ্গে আশা করেন বর্তমান সরকার তাদের দাবি পূরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
দাবিগুলি হল, ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা শিক্ষকদেরকেও সম কাজে সমবেতনসহ অন্যান্য শিক্ষকদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা। রাজ্যের ১২৯টি মাদ্রাসায় কর্মরত শিক্ষকসহ মাদ্রাসাকে গ্রান্টিনেইডের আওতায় আনার আবেদন। রাজ্য সরকারের কেবিনেট সিদ্ধান্তমূলে মাদ্রাসা শিক্ষককে রাজ্য সরকারের ঘোষিত ২.২৫ এবং ২.৫৭ দেওয়া মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা চাকুরি থাকা অবস্থায় কোন শিক্ষক যদি মারা যায় কিংবা পেনশনে যায় এই অবস্থায় কর্মরত শিক্ষক পরিবারকে এককালিন ২৫ লাখ টাকা দেওয়ার আবেদন।  

মাদ্রাসায় শূন্যপদে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা। এই দাবিগুলোকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আবেদন চালিয়ে যাচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad