ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ট্রাভেলার্স নোটবুক

ভিসা

বৈচিত্র্যের শ্রীলঙ্কায় ভ্রমণ...

ট্রাভেলার্স নোটবুক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
বৈচিত্র্যের শ্রীলঙ্কায় ভ্রমণ...

ঢাকা: দক্ষিণ এশিয়ার বৈচিত্রময় ও অপরূপ সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কা। সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা।



সার্কভুক্ত এ দ্বীপ রাষ্ট্রটির পূর্ব নাম ছিল সিলন। প্রধান শহর কলোম্বো হলেও দেশটির রাজধানী শ্রী জয়াবর্ধনপুর কোট।

ভারতের দক্ষিণ উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে এই দ্বীপ রাষ্ট্রটি অবস্থিত। ২ কোটি জনসংখ্যার এই দেশ প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাম্বলীদের তীর্থস্থান হিসেবে পরিচিত।

সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আর উত্তর-পূর্ব দিকের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বাস করছে তামিল সম্প্রদায়।

অন্য সম্প্রদায়ের মধ্যে মূর, বার্ঘের, কাফির, মালায় উল্লেখযোগ্য। শ্রীলঙ্কা চা, কফি, নারিকেল, রাবার উৎপাদন ও রফতানিতে বিখ্যাত।

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত সমুদ্রসৈকত, ভূ-দৃশ্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

একই অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে অনেক বাংলাদেশি ভ্রমণ পিয়াসু মানুষও ছুটে যান শ্রীলঙ্কায়। নতুন যারা যেতে চান তাদের জন্য বাংলানিউজ ভিসা প্রসেসিংয়ের এ আয়োজন করেছে।

ভিসা প্রসেসিংয়ের জন্য শ্রীলঙ্কা হাইকমিশনের নিয়ম-কানুন খুব বেশি কঠিন নয়। আপনি সরাসরি উড়োজাহাজে চড়েই শ্রীলঙ্কা যেতে পারেন।

এর আগে দেশটিতে ভ্রমণের জন্য ঢাকাস্থ শ্রীলঙ্কা হাইকমিশনে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে হবে।

ভারত মহাসাগরের তীরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রটির হাইকমিশন রাজধানীর গুলশানে অবস্থিত।

ট্যুরিস্ট ভিসার ফি ২ হাজার ১০০ টাকা। মেয়াদ হবে কমপক্ষে ছয় মাস। এ সময়ের মধ্যে আপনি যতবার খুশি শ্রীলঙ্কা ভ্রমণ যেত আসতে পারবেন।

আবেদনপত্র সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন সনদের দুই কপি ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ছবির আকার অবশ্যই ৪.৫, ৩.৫ সেন্টিমিটার হতে হবে।

ফিরতি টিকিটের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের দুই কপি ফটোকপিও লাগবে আবেদনের সঙ্গে।

একই সঙ্গে ৩০ দিনের জন্য কমপক্ষে ১০০০ ডলার এবং ১৫ দিনের জন্য ৫০০ ডলারের এনডোর্সমেন্ট দেখাতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ৬ মাস।

প্রতি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাইকমিশন কার্যালয় খোলা থাকে।

সূত্র: ইন্টারনেট ও ঢাকাস্থ শ্রীলঙ্কা হাইকমিশনের ওয়েবসাইট http://www.slhcdhaka.org।   

ঢাকাস্থ শ্রীলঙ্কা হাইকমিশনের ঠিকানা
বাড়ি নং # ৪/বি, রোড নং # ১১৮
গুলশান মডেল টাউন, ঢাকা -১২১২।
ফোন: +৮৮-০২-৯৮৯ ৬৩ ৫৩, ফ্যাক্স:+৮৮-০২-৯৮৫৮৫৩৫

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

** যেতে চাইলে হিমালয়ের দেশে...
** ভ‍ারত ভ্রমণে ভিসা পেতে
** মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের ভিসা পেতে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।