ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় গৃহস্থালি পণ্যের রমরমা বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
বাণিজ্যমেলায় গৃহস্থালি পণ্যের রমরমা বিক্রি বাণিজ্যমেলায় গৃহস্থালি পণ্য কিনছেন ক্রেতারা

ঢাকা: সপ্তম দিনেও জমে ওঠেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার কেনাকাটা। ক্রেতা টানতে লোভনীয় অফার আর ছাড়ের ব্যবস্থা রেখেছে স্টলগুলো। তবে ব্যতিক্রম গৃহস্থালি পণ্যের প্যাভিলিয়ন। মেলার প্রথম দিন থেকেই রমরমা বিক্রি হচ্ছে গৃহস্থালি পণ্য। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে গৃহস্থালি পণ্যের কেনাবেচা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, অন্যদিনের তুলনায় মেলায় দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম।

বিক্রি নেই স্টলগুলোতে। যারা মেলায় এসেছেন তাদের বেশিরভাগই দর্শনার্থী। তবে অন্যদিনের মতো মঙ্গলবারও বেচা-বিক্রি ভালো গৃহস্থালি প্যাভিলিয়নে। ক্রেতা-দর্শনার্থীর একটা বড় অংশের সাড়া চোখে পড়ছে এখানে।  

যেকোনো গৃহস্থাণি পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে অফার। তাছাড়া ছাড় তো আছেই। বিক্রেতারাও বলছেন, মেলার প্রথম দিন থেকেই সাড়া পাচ্ছেন তারা। তাদের আশা, ভালো রাজনৈতিক পরিবেশ আর দর্শনার্থীর সাড়া থাকায় অন্যান্য বছরের তুলনায় বিক্রির পরিমাণ এবার ভালো হবে। মূলত ছাড়, অফার আর অতি প্রয়োজনীয় পণ্য হওয়ায় লুফে নিচ্ছেন ক্রেতারা।  

মেলায় কিয়াম পণ্যে রয়েছে বান্ডিল অফার। এক সেট গৃহস্থালি পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে বিশেষ অফার। সঙ্গে আছে শো-রুমের চেয়ে কম মূল্যে পণ্য কেনার সুযোগ।  

ইতালিয়ানো প্যাভিলিয়নে পণ্যভেদে ৫ থেকে ১০ শতাংশ ছাড়। ছাড় চলছে প্রাণ-আরএফএল’র সব স্টলে। ২৯ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানিটি। কারখানার দামেই পণ্য কেনার সুযোগসহ বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালট প্যাভিলিয়ন। ইরানি স্টলেও চলছে বান্ডিল অফার। শুধু মেলা উপলক্ষে এখানে কারখানার মূল্যে পাওয়া যাচ্ছে সব পণ্য।

আনোয়ারা বেগম শান্তিনগর থেকে গৃহস্থালি পণ্য কিনতে বাণিজ্যমেলায় এসেছেন। তিনি বলেন, মেলায় এসেছি পণ্য কিনতে। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় থাকে তাই ওয়ার্কিং ডে বেছে নেওয়া। বাসার প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে। মেলায় পণ্যের দাম কম আবার সব কোম্পানির পণ্য দেখে নেওয়ার সুযোগ আছে তাই এখানে আসা।

আয়েশা খানম নামে অপর এক ক্রেতা বলেন, বিভিন্ন ছাড়ের কথা শুনে এখানে এসেছি, কেনা-কাটা করছি। বছরের একটি সময় মেলা উপলক্ষে কোম্পানিগুলো নতুন নতুন পণ্য আনে, আবার দামও কম। তাই প্রতিবারের মতো এবারও এসেছি।

প্রাণ ইতালিয়ানো প্যাভিলিয়নের সেলস এক্সিকিউটিভ ইফতেখার বলেন, আমরা বছরের অন্যান্য সময়ের চেয়ে মেলার মাঠে ক্রেতাদের কেনাকাটা সহজ করে দেই। এখানে ক্রেতারা কম মূল্য দেখে পণ্য কিনতে পারছেন। তাছাড়া ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। আগামীতে আরও অফার আসবে।

ইরানীয় প্যাভিলিয়নের সেলস এক্সিকিউটিভ হাসিনা বলেন, আমরা প্রতি বছর মেলায় অংশ নেই। এবার নতুন নতুন পণ্য এসেছে নতুন সাজে। কারখানা মূল্যে ক্রেতাদের তুলে দিচ্ছি পণ্য। তাছাড়া একসঙ্গে কয়েকটা পণ্য কিনলে থাকছে একটি পণ্য ফ্রি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।