ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

পর্যটন

সাজেকের পথে যানচলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
সাজেকের পথে যানচলাচল স্বাভাবিক

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাতায়াতের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।  

সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করার পর বুধবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃষ্টিপাতের কারণে এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে পাহাড় ধসে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড় ধসের কারণে পূজার ছুটিতে সাজেকে যাওয়ার সময় এবং সাজেকে বেড়ানো শেষে ফেরার সময় প্রায় ৫০০ গাড়িতে হাজার তিনের পর্যটক আটকা পড়েন।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, সেনাবাহিনীর সদস্যরা বুধবার (৫ অক্টোবর) সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে নিলে বিকেলে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার দিনগত গভীররাতে সাজেক-খাগড়াছড়ি সড়কের নন্দরাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এসআই/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।