ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

পর্যটন

না.গঞ্জের বিনোদনকেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জুলাই ১১, ২০২২
না.গঞ্জের বিনোদনকেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে নগরীর বিনোদনকেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ঈদের ছুটিতে পরিবার, পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে এসব বিনোদনকেন্দ্রে ঘুরতে এসেছেন নগরবাসী।

সোমবার (১১ জুলাই) শহরের চৌরঙ্গী পার্ক, নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্ক, পঞ্চবটীর অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

একই চিত্র দেখা গেছে শীতলক্ষ্যা নদীর পাড়, দেওভোগের রাসেল পার্ক এলাকায়।

চৌরঙ্গী পার্কে ঘুরতে আসা আমজাদ হোসেন বলেন, সাধারণত কাজের চাপে পরিবারকে সময় দেওয়া হয় না। তাই ঈদের ছুটিতে ছেলে-মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে এসেছি।

পার্কে ঘুরতে আসা সাকিব বলেন, ঈদের ছুটিতে একটু ঘুরতে বের হয়েছি। এখানে বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরছি, আনন্দ করছি।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।