ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

পর্যটন

৩ দিনে ১২০০ জন পেলেন সৌদি এয়ারলাইন্সের টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, সেপ্টেম্বর ২৬, ২০২০
৩ দিনে ১২০০ জন পেলেন সৌদি এয়ারলাইন্সের টিকিট

ঢাকা: তিন দিনে ১ হাজার ২শ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে প্লেনের টিকিট দিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।   শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি।

 

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স। প্রথম দিন ৫০০ জনকে টিকিট দেওয়া হয়। দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৩৫০ জনকে ও তৃতীয় দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) ৪৫০ জনকে টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) আরও ৩০০ জনকে সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।  

সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, রোববার পরবর্তী টোকেনধারীদের তালিকা প্রকাশ করা হবে। সিরিয়াল অনুযায়ী রিটার্ন টিকিটধারী সবাইকে টিকিট দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।