ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পর্যটন

পুনরায় চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
পুনরায় চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটটি আবারও চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ড. মোমেন জানান, বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুনরায় লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটটি চালু হবে। ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ বিমান সিলেটে কোয়ারেন্টিন সুবিধা চেয়েছিল, তা হয়ে গেছে। তবে আমরা সব যাত্রীদের পরামর্শ দেবো, কোভিড-১৯ নেগেটিভ সনদপত্র বহন করার জন্য, যেন তারা হোম কোয়ারেন্টিনে যেতে পারেন । তবে যারা এই নেগেটিভ সনদপত্র বহন করবেন না তাদের ১৪দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।

এর আগে কোভিডের কারণে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটটি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০ 
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।