ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

৩ মাস ২০ দিন পর আবুধাবিতে বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
৩ মাস ২০ দিন পর আবুধাবিতে বিমানের ফ্লাইট ফাইল ছবি

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফের বাণিজ্যিক ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ফ্লাইটটি আবুধাবির উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বৈশ্বিক মহামারি করোনায় প্রায় ৩ মাস ২০ দিন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর আবুধাবিতে ফ্লাইট শুরু করলো বিমান।

বিমানের কর্মকর্তারা জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্ধারিত পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে যাত্রীরা আবুধাবি গেছেন। যাদের রিপোর্ট কোভিড-১৯ নেগেটিভ এসেছে শুধু তারাই ভ্রমণ করেছেন।  

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সব ধরনের যানবাহনের সঙ্গে প্লেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। সাধারণ ছুটির পর পরবর্তী সময়ে ১ জুন থেকে অভ্যন্তরীণ ও ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

২১ জুন থেকে লন্ডন, ১৩ জুলাই থেকে দুবাই এবং ১৪ জুলাই থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলাচল শুরু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একাধিক সময় বাড়িয়ে তিন গন্তব্য ছাড়া বাকি সকল রুটে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানো হয়। এর মধ্যে সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট পর্যন্ত এবং বাকি সকল আন্তর্জাতিক রুটে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।