ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পর্যটন

চলতি সপ্তাহে রাজশাহীতে ফ্লাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
চলতি সপ্তাহে রাজশাহীতে ফ্লাইট চালু লোগো

ঢাকা: চলতি সপ্তাহে রাজশাহী বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, ‘রাজশাহীতে সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা সহযোগিতা পেয়েছি। তারা বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স দেবেন।

দিনক্ষণ ঠিক না করলেও এ সপ্তাহে রাজশাহীতে ফ্লাইট চালু হবে। ’

শনিবার (১১ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান।

মো. মফিদুর রহমান বলেন, ‘ঈদুল আজহার আগে আমরা কক্সবাজারেও ফ্লাইট চালুর অনুমতি দেবো। স্থানীয় সিভিল সার্জন চিকিৎসক ও নার্স দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এয়ারলাইন্সগুলো সেখানে ফ্লাইট পরিচালনা করতে চায়। আশা করি, ঈদের আগেই সেখানে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।