ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

পর্যটন

ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচার কার্নিভাল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচার কার্নিভাল শুরু

ঢাকা: বিশ্বের সঙ্গে দেশের বাজার তৈরি এবং দেশের মানুষের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সংযোগ স্থাপনের লক্ষ্যে আজ (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টারকন্টিনেন্টাল ট্র্যাভেল, ট্রেড অ্যান্ড কালচার কার্নিভাল- ২০২২।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কার্নিভালের স্পন্সরশিপ কমিটির চেয়ারম্যান জান্নাতুল কাদের পিংকি।

কার্নিভালের আয়োজক সংস্থা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ এবং ইন্টারকসমিক ট্র্যাভেল, ট্রেড অ্যান্ড কালচার সোসাইটি যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে জান্নাতুল কাদের পিংকি বলেন, আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচার কার্নিভাল- ২০২২। মূল আয়োজক সংস্থার পাশাপাশি এই কার্নিভালে সহযোগী আয়োজক হিসেবে আছে ট্যুরস অ্যান্ড রিসোর্ট লি. এবং মিউট কনসর্টিয়াম। ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে রোটারেক্ট এলামনাই অব বাংলাদেশ।

তিনি বলেন, কার্নিভালটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের সঙ্গে কাজ করার নতুন উদ্যম ও সম্ভাবনা খুঁজে পাবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বিশ্বের বাজার তৈরিতে অবদান রাখবে। যা আমাদের অর্থনীতি ও সামাজিক প্রক্ষাপটে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

তিনি আরও বলেন, কার্নিভাল সফল করতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, যুব সংগঠন, শিল্পী, সাংবাদিকদের ১১৭ সদস্যের একটি দল কাজ করছে। এছাড়া এক্সিবিটর এবং বায়ার হিসেবে অংশগ্রহণ করছে নেপাল, ভুটান, ভারত, কোরিয়াসহ কয়েকটি দেশ ও বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কার্নিভালে যোগ দিতে ইতোমধ্যে ভুটান ও ভারত থেকে প্ৰতিনিধিরা বাংলাদেশে এসেছেন।

জান্নাতুল কাদের পিংকি বলেন, এই কার্নিভাল বিনোদন প্রেমীসহ ভ্রমণ পিপাসুদের জন্য যেমন পছন্দসই প্যাকেজ বেছে নেওয়ার জায়গা, তেমনি উচ্চ শিক্ষার জন্য যারা দেশের বাইরে যেতে উৎসুক তাদের জন্য একছাদের নিচে সব সার্টিফাইড এজেন্সিগুলো খুঁজে পাওয়ার প্লাটফর্ম। এছাড়া চাকরি প্রতাশীদের জন্য পছন্দসই চাকরি বেছে নেবার স্থান।

আয়োজক সংস্থা জানায়, কার্নিভালে বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ২৩ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর (শনিবার) রাজধানীর অভিজাত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল মিলনায়তনে দিনব্যাপী কার্নিভালে কনফারেন্স, এক্সিবিশন, কালচারাল প্রোগ্রাম, সেশন, জব ফেয়ার, সম্মাননা প্রদান, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ ডিসেম্বর (রোববার) নড়াইলের হ্যাভেন রিসোর্টে ভ্রমণ, টুর্নামেন্ট, নৌকা ভ্রমণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, হ্যাভেন ট্যুরসঅ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক মো. আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অবফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি আমীন হেলালি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কর্নেল আবুল ফজল মোহাম্মদ খালেদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম চৌধুরী আদিল, কার্নিভালের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মুনিরা সুলতানা, উপদেষ্টা মোখলেছুর রহমান, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এস এম মইজ উদ্দিন, টাইম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাসুদ পারভেজ, টিকিট ম্যানেজ কমিটির চেয়ারম্যান মো. খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসসি/এমএমজেড

বিশ্বের সঙ্গে দেশের বাজার তৈরি এবং দেশের মানুষের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সংযোগ স্থাপনের লক্ষ্যে আজ (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টারকন্টিনেন্টাল ট্র্যাভেল, ট্রেড অ্যান্ড কালচার কার্নিভাল- ২০২২।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কার্নিভালের স্পন্সরশিপ কমিটির চেয়ারম্যান জান্নাতুল কাদের পিংকি।

কার্নিভালের আয়োজক সংস্থা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ এবং ইন্টারকসমিক ট্র্যাভেল, ট্রেড অ্যান্ড কালচার সোসাইটি যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে জান্নাতুল কাদের পিংকি বলেন, আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচার কার্নিভাল- ২০২২। মূল আয়োজক সংস্থার পাশাপাশি এই কার্নিভালে সহযোগী আয়োজক হিসেবে আছে ট্যুরস অ্যান্ড রিসোর্ট লি. এবং মিউট কনসর্টিয়াম। ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে রোটারেক্ট এলামনাই অব বাংলাদেশ।

তিনি বলেন, কার্নিভালটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের সঙ্গে কাজ করার নতুন উদ্যম ও সম্ভাবনা খুঁজে পাবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বিশ্বের বাজার তৈরিতে অবদান রাখবে। যা আমাদের অর্থনীতি ও সামাজিক প্রক্ষাপটে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

তিনি আরও বলেন, কার্নিভাল সফল করতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, যুব সংগঠন, শিল্পী, সাংবাদিকদের ১১৭ সদস্যের একটি দল কাজ করছে। এছাড়া এক্সিবিটর এবং বায়ার হিসেবে অংশগ্রহণ করছে নেপাল, ভুটান, ভারত, কোরিয়াসহ কয়েকটি দেশ ও বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কার্নিভালে যোগ দিতে ইতোমধ্যে ভুটান ও ভারত থেকে প্ৰতিনিধিরা বাংলাদেশে এসেছেন।

জান্নাতুল কাদের পিংকি বলেন, এই কার্নিভাল বিনোদন প্রেমীসহ ভ্রমণ পিপাসুদের জন্য যেমন পছন্দসই প্যাকেজ বেছে নেওয়ার জায়গা, তেমনি উচ্চ শিক্ষার জন্য যারা দেশের বাইরে যেতে উৎসুক তাদের জন্য একছাদের নিচে সব সার্টিফাইড এজেন্সিগুলো খুঁজে পাওয়ার প্লাটফর্ম। এছাড়া চাকরি প্রতাশীদের জন্য পছন্দসই চাকরি বেছে নেবার স্থান।

আয়োজক সংস্থা জানায়, কার্নিভালে বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ২৩ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর (শনিবার) রাজধানীর অভিজাত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল মিলনায়তনে দিনব্যাপী কার্নিভালে কনফারেন্স, এক্সিবিশন, কালচারাল প্রোগ্রাম, সেশন, জব ফেয়ার, সম্মাননা প্রদান, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ ডিসেম্বর (রোববার) নড়াইলের হ্যাভেন রিসোর্টে ভ্রমণ, টুর্নামেন্ট, নৌকা ভ্রমণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, হ্যাভেন ট্যুরসঅ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক মো. আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অবফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি আমীন হেলালি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কর্নেল আবুল ফজল মোহাম্মদ খালেদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম চৌধুরী আদিল, কার্নিভালের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মুনিরা সুলতানা, উপদেষ্টা মোখলেছুর রহমান, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এস এম মইজ উদ্দিন, টাইম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাসুদ পারভেজ, টিকিট ম্যানেজ কমিটির চেয়ারম্যান মো. খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসসি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।